‘এ’ দলের চার দিনের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। হাতে থাকা ২ উইকেট দ্রুত হারায় তারা। তবে ১২ রানের লিড নেয় স্বাগতিকরা। কিউইদের ২৫৬ রানের জবাবে ২৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ। দিন শেষ হওয়ার আগে দুইশর বেশি লিড নিয়ে নিউজিল্যান্ড ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে।
ইবাদত হোসেন ও হাসান মুরাদ অপরাজিত নেমে বাংলাদেশকে লিড এনে দেন। তারপর সাত রানের ব্যবধানে শেষ ২ উইকেট হারায় তারা। ১২ রানে ইবাদত ও এনামুল হক ৫ রানে থামেন। ১৫ রানে অপরাজিত ছিলেন হাসান। ১১৭ রানে দিন শেষ করে আসেন কেলি। তার সঙ্গে ১১ রানে অপরাজিত মিচেল হে। হাসান তিন উইকেট নিয়ে এদিন বাংলাদেশের সেরা বোলিং করেছেন।