স্পোর্টস ডেস্ক
২০২৫-২০২৬ মৌসুমের জন্য নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত অলরাউন্ডার মোহাম্মদ আব্বাস। তিনি ছাড়া আগামী মৌসুমে কিউইদের কেন্দ্রীয় চুক্তির তালিকায় আছেন আরও তিন নতুন মুখ। তারা হলেন- উইকেটরক্ষক ব্যাটার মিচেল হে, ফাস্ট বোলার জ্যাক ফোকেস এবং লেগস্পিনার আদিত্য আশোক। অনুমিতভাবেই কেন উইলিয়ামসন এবার কেন্দ্রীয় চুক্তিতে নেই। চুক্তিবদ্ধ হননি ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, টিম সেইফার্ট এবং লকি ফার্গুসনও। এছাড়া গতবারের চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন ইশ সোধি, আজাজ প্যাটেল এবং জশ ক্লার্কসন ও সম্প্রতি অবসর নেওয়া টিম সাউদি। নিউজিল্যান্ডের ২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড় যারা: মোহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জেকব ডাফি, জ্যাক ফোকেস, মিচেল হে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ওরর্কে, গেøন ফিলিপস, রচিন রাবিন্দ্রা, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, নাথান স্মিথ, উইল ইয়াং।