খেলার সময় মেজাজ হারিয়ে আম্পায়ারকে গালি দিয়ে বসলেন এক সময় জাতীয় দলে নিয়মিত খেলা অলরাউন্ডার নাসির হোসেন। আর তাতেই তাকে পেতে হলো শাস্তি। জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে এমন কাÐ ঘটিয়েছেন রংপুর বিভাগের হয়ে খেলা নাসির। তার সঙ্গে যোগ দিয়েছিলেন সতীর্থ নাজমুল ইসলামও। দুই ক্রিকেটারকেই জরিমানা করা হয়েছে। নাসিরকে ম্যাচ ফির ২৫ শতাংশ ও নাজমুলকে ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। গতকাল (রবিবার) ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের এক সিদ্ধান্ত মনোঃপুত না হওয়ায় নাসির বাকবিতÐায় জড়িয়ে পড়েন। এলবিডবিøউয়েরর আবেদনে সাড়া না দেয়ায় রংপুরের অধিনায়ক নাসির নাকি বদলি আম্পায়ার আসাদুুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।