নালাপাড়ায় ডাস্টবিনে নবজাতক

24

নগরীর নালাপাড়া এলাকায় ডাস্টবিন থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরি রোডের সিটি সরকারি বালিকা বিদ্যালয়ের পাশে ডাস্টবিন থেকে ওই নবজাতককে উদ্ধার করে সদরঘাট থানা পুলিশ।
থানার সহকারী উপ পরিদর্শক সাজু প্রতাপ দাশ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নবজাতককে উদ্ধার করে স্থানীয় মেমন মাতৃসদন হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও বলেন, আমরা যখন বাচ্চাটি উদ্ধার করি, তখনও তার নাভি কাটা হয়নি। স্থানীয় মেডিক্যালে তার নাভি কাটা এবং প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম
মেডিক্যাল কলেজের ৩২নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়।