স্পোর্টস ডেস্ক
আগামী অক্টোবরে বাংলাদেশে গড়ানোর কথা ছিল মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। তবে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র বাংলাদেশে বিরাজমান অস্থিরতাকে কেন্দ্র করে বিশ্বকাপ আয়োজনে শঙ্কা দেখা দিয়েছে। তাতে বিকল্প ভেন্যুর কথা ভাবছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত কয়েক সপ্তাহ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলনে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অর্ন্তর্বতী সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দায়িত্ব গ্রহণ করেন। শেখ হাসিনার পদত্যাগের পরে বিক্ষোভকারীরা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার নড়াইলের বাসায় হামলা চালায়। সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের অফিসেও হামলা চালায় বিক্ষোভকারীরা।
এমন অস্থিরতার কারণে বিশ্বকাপে অংশ নিতে চলা অন্তত তিনটি দেশের সরকার (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারত) তাদের নাগরিকদের বাংলাদেশ সফরে ভ্রমণে অনুৎসাহিত করেছে। সে কারণে আগামী ৩-২০ অক্টোবরে গড়াতে চলা মেয়েদের বিশ্বকাপের জন্য বিকল্প ভেন্যুর কথা ভাবছে আইসিসি। বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কার কথা ভাবছে সংস্থাটি। শ্রীলঙ্কায় অক্টোবরে বৃষ্টির হুমকি রয়েছে এবং ভারতে পাকিস্তানের দলের জন্য ভিসা ইস্যুতে সমস্যা হওয়ার শঙ্কা রয়েছে। ২০২১ সালে কোভিড-১৯ এর কারণে ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ স্থানান্তর করেছিল আইসিসি। ভারতের বাইরে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে গড়িয়েছিল আসরটি।