নারী টি-টুয়েন্টিতে আজ চট্টগ্রাম- ময়মনসিং ম্যাচ

1

স্পোর্টস ডেস্ক

জাতীয় মহিলা অনুর্ধ ১৮ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় দিনে জয় পেয়েছে খুলনা ও রাজশাহী বিভাগ। বৃহস্পতিবার খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সকালের ম্যাচে স্বাগতিক খুলনা দল ৬৪ রানে হারায় সিলেট বিভাগকে। আর বিকেলে রাজশাহী ৭১ রানে জিতে রংপুরের বিপক্ষে।
এদিকে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার সকালে ময়মনসিংহের বিপক্ষে লড়বে চট্টগ্রাম বিভাগ। আগের ম্যাচে বরিশালের বিপক্ষে জিতে পয়েন্ট টেবিলে অনেকটেই সুবিধাজনক অবস্থায় তারা। তাই এই ম্যাচ জিতলেই সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে চট্টগ্রামের।
অন্যদিকে দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে বোলিং-ব্যাটিং ও ফিল্ডিংয়ে ঘাম ঝরিয়ে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রামের মেয়েরা। দলের প্রস্তুতি সম্পর্কে টিম ম্যানেজার শাহনেওয়াজ রিটন জানান, ব্যাটিং-বোলিং মিলিয়ে চট্টগ্রাম একটি ব্যালেন্সড দল। দলে দু’জন প্রিমিয়ার খেলা ক্রিকেটারসহ অভিজ্ঞ বেশ কিছু মেয়ে আছে। নিজেদের সেরাটা দিতে পারলে জয় পাওয়া কঠিন হবে না। তবে ময়মনসিংহও অনেক ভালো দল। তাই ভালো লড়াই হবে বলে মনে করছেন তিনি।
চট্টগ্রাম বিভাগীয় দল: মেহেরুননেসা জয়া, লেকি চাকমা, ইশা রহমান, চিত্রিতা অধিকারী, শারমিন আকতার, ইসরাত জাহান, পুরবী পাটওয়ারী, নুসরাত তন্নী, মরজিনা আকতার, নুসরাত ইয়াসমিন, রুপা ইসলাম, মিশু খিসা, সুভারতি খিসা, রুপা চৌধুরী ও বিবি আয়েশা।