নারী জাতীয় ক্রিকেট লিগ চট্টগ্রাম বিভাগের ৪র্থ জয়

6

ক্রীড়া প্রতিবেদক

রাজশাহীতে অনুষ্ঠানরত ১৩ তম নারী জাতীয় ক্রিকেট লিগে ৪র্থ জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ। গতকাল বৃষ্টি বিঘিœত ম্যাচে তারা ডিএল মেথডে ৭ রানে হারায় স্বাগতিক রাজশাহী বিভাগকে। আগে ব্যাট করে চট্টগ্রাম বিভাগ নির্ধারিত ১৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে।
ওপেনার সাথী রানী বর্মন মাত্র ৫১ বলে ৮টি ছক্কা ও ৬টি চারের সাহায্যে অপরাজিত ৯২ রান করেন। এছাড়া দোলা ১৬ ও সুপ্তা অপ: ৩১ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে রাজশাহী ১২.৪ ওভারে ৬ উইকেটে ১০৩ রান করে। এটি ৬ ম্যাচে চট্টগ্রামের ৪র্থ জয়। আগামীকাল তারা রংপুর বিভাগের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে।