২০২৪ এর জুলাই-আগস্টের অভ্যুত্থানের নেতৃত্ব দিতে গিয়ে মর্মান্তিকভাবে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন গুরুতর আহত জাহিদুল ইসলাম বাবু ও তানভীরুল ইসলামের সম্মানে আয়োজিত মতবিনিময়ে নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত, জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রাম জেলার সহ-প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন খাঁন বলেছেন, সর্বস্তরের সকলকে আমি মনেপ্রাণে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ২০২৪ এর জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে যেটা হয়ে গেল এটার নজির পৃথিবীর ইতিহাসে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীতে বহু অভ্যুত্থান হয়েছে কিন্তু এটা ছিল সম্পূর্ণ ব্যাতিক্রমী। এটা ছিল তোমাদের এবং আমাদের নিজেদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হাতে গড়া স্বাধীনতা। তোমরা আমরা মিলেমিশে স্বতঃস্ফূর্তভাবে সফল করেছি। এসময় উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম নগর কমিটির সদস্য মনির হোসেন আবির, উজ্জল চক্রবর্তী, মোহাম্মদ ইব্রাহিম, রবিউল ইসলাম সুমন, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ তুষার, মোহাম্মদ রিয়াজ প্রমুখ। বিজ্ঞপ্তি