স্পোর্টস ডেস্ক
নারীদের ওয়ানডে বিশ্বকাপ শুরুর দিনক্ষণ ও ভেন্যুর নাম প্রকাশ করেছে আইসিসি। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর ভারত ও শ্রীলঙ্কাসহ মোট ৫ ভেন্যুতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো- বেঙ্গালুরু, গুয়াহাটি, ইন্দোর, বিশাখাপত্তনম ও কলম্বো।
২৯ অক্টোবর টুর্নামেন্টের সেমিফাইনাল হবে গুয়াহাটি অথবা কলম্বোয়। ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল হবে বেঙ্গালুরুতে। ২ নভেম্বর ফাইনালের সম্ভাব্য ভেন্যু হিসেবে থাকছে বেঙ্গালুরু ও কলম্বোর নাম।
এবারের বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৮টি দল হলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
পাকিস্তান তাদের লিগ ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে নির্ধারিত শ্রীলঙ্কার কলম্বোতে খেলবে।
এদিকে, ২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ডে শুরু হবে ১২ জুন। এই আসরে মোট ১২টি দল অংশ নেবে।
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ইতোমধ্যেই ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাকি চারটি দল নির্ধারিত হবে আগামী বছরের বাছাই পর্বের মাধ্যমে।