নারীর প্রতি সহিংসতা রোধে একীভূত হয়ে কাজ করার প্রত্যয়

0

যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) আয়োজিত পারায়ন প্রকল্পের আওতায় নারীর প্রতি সহিংসতা রোধ, আইনগত সহায়তাত প্রদান কর্মসূচি, নারীর অধিকার সর্বোপরি লিঙ্গ সমতায়নে গণসচেতনতার সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন মিডিয়া থেকে আগত সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বক্তারা একীভূত হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
গতকাল যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়। যুগান্তরের ব্যবস্থাপনা উপদেষ্টা ও পরিচালক কবি সাঈদুল আরেফীনের সঞ্চালনায় বক্তব্য দেন জেএসইউ নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন। প্রকল্প সম্পর্কিত ধারণা প্রদান করেন জেএসইউএস সহকারী পরিচালক (এসডিপি) মো. আরিফুল ইসলাম।
তিনি বলেন, জেএসইউএসের কার্যক্রম, জিবিভি, সামাজিক ও পারিবারিক পর্যায়ের নানা প্রসঙ্গ তুলে ধরেন। আমাদের সমাজ জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা প্রবাহ নিয়ে উপস্থিত সাংবাদিকরা অত্যন্ত খোলামেলা ও হৃদ্যতার সাথে নারীর অধিকার, পারিবারিক কলহ, জমি জমা নিয়ে বিরোধ, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, প্রভাবশীল মহল থেকে প্রকৃত সহযোগিতা ভিকটিমের বিচার না পাওয়ার আকুতি, নির্যাতন নিপীড়নের নানা প্রসঙ্গে মুক্ত আলোচনা করা হয়।
এ সময় চট্টগ্রামের বিভিন্ন হাউজের সাংবাদিক, সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম (ফিন্যান্স), এসিস্টেন্ট কো-অর্ডিনেটর মধু পুরোহিত উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি