জাতিসংঘ কর্তৃক বিশ্বব্যাপী নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতি বছর গত ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনের ক্যাম্পেইন কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সমাবেশে নারী সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এর সহযোগিতায় চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক উক্ত সমাবেশ ও মানববন্ধন আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্ত শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা নারী কমিটির সভাপতি নাজমা আক্তার এবং টিইউসি কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এবং বিলস এলআর এসসি সেন্টার কো-অর্ডিনেশন কমিটির চেয়ারম্যান এ এম নাজিম উদ্দিন।
সমাবেশে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের নারী শ্রমিক সংগঠকদের পক্ষে বক্তব্য রাখেন নাসরিন আক্তার, রেখা বড়ুয়া, লুতফুন্নাহার সোনিয়া, শাহানা আক্তার, আলতাজ বেগম এবং ট্রেড ইউনিয়ন ফেডারেশনের পক্ষে বক্তব্য রাখেন, শ ম জামাল উদ্দিন, নুরুল আবসার, কাজী আনোয়ারুল হক হুনি, আবু আহমেদ মিয়া, এডভোকেট ইকবাল হোসেন, মোহাম্মদ আলী, জাহেদ উদ্দিন শাহিন, মোহাম্মদ হানিফ এবং বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজের পক্ষে সংহতি জানিয়ে বকÍব্য রাখেন আরিয়েল লেনিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইফতেখার কামাল খান, হাসিবুর রহমান বিপ্লব, মহিন উদ্দিন, গোলজার বেগম, জান্নাতুল ফেরদৌস। বক্তারা দাবি করেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে প্রতিষ্ঠানগুলিতে অন্তত দুটি বাইরের সদস্যসহ যৌন হয়রানী প্রতিরোধ কমিটি গঠন করা প্রয়োজন, যাতে সহিংসতা প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। এ অনুষ্ঠানে উপস্থিত সকলেই নারী, কন্যা ও কিশোরীদের প্রতি সহিংসতা প্রতিরোধে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি