বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর উদ্যোগে গত ২৬ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এম এ মতিন বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রকাশিত প্রতিবেদন পরে আমরা খুবই বিস্মিত ও মর্মাহত হয়েছি। এতে নারী স্বাধীনতার নামে খোদাদ্রোহিতা, নাস্তিকতা, কুরআন সুন্নাহ বিরোধী প্রস্তাব এসেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এদেশে আল্লাহর বিধান ও রাসূলের সুন্নাহ বলবৎ থাকা বাঞ্ছনীয়। সংগঠনের মহাসচিব স উ ম আব্দুস সামাদের লিখিত বক্তব্যের পর অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, গণফোরামের মহাসচিব ডা. মিজানুর রহমান, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও দৈনিক ডেসটিনির ভারপ্রাপ্ত সম্পাদক কবি মাহমুদুল হাসান নিজামী, জাতীয় নাগরিক পাটির যুুগ্ম সদস্য সচিব মুহাম্মদ আলাউদ্দিন, কেন্দ্রীয় সংগঠক ও লিয়াজু কমিটির সদস্য মুহাম্মদ সানাউল্লাহ খান, ফ্রন্ট নেতা আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আলকাদেরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারী, এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, এডভোকেট শাহেদুল আলম রেজভী, এডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, কাজী মুহাম্মদ জসিম উদ্দিন সিদ্দিকী আশরাফী, এডভোকেট ইকবাল হাসান, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার, এনামুল হক সিদ্দিকী, এডভোকেট হেলাল উদ্দিন, মাস্টার আবুল হোসাইন, নাসির উদ্দীন মাহমুদ, সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, মাসদুল আলম মাসুদ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার শামসুল আলম কাজল, অধ্যক্ষ আবু নাসের মুহাম্মদ মুসা, কাজী মুহাম্মদ জসিম উদ্দিন নুরী, মিজানুর রহমান,মুহিব্বুল্লাহ সিদ্দীকি, বুলবুল আহমদ মোমেনশাহী প্রমুখ। বিজ্ঞপ্তি