নিজস্ব প্রতিবেদক
নগরে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে এক নারীকে লাথি মারার ঘটনায় আকাশ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার রাতে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সই করা এক বিবৃতিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিবৃতিতে আকাশ চৌধুরীকে জামায়াতের একজন ‘কর্মী’ হিসেবে উল্লেখ করে জানানো হয় যে, ‘২৮ মে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দুটি সংগঠনের কর্মসূচিতে যে অনাকাক্সিক্ষত ও ঘৃণ্য দৃশ্যের জন্ম হয়েছে, তার তীব্র নিন্দা জানাচ্ছে জামায়াতে ইসলামী।’
উল্লেখ করা হয়, দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে সেদিনের কর্মসূচিতে অংশ নেওয়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সংগঠন দাবি করেছে, তাদের পূর্ব কোনো সংশ্লিষ্টতা ছিল না বলেই এই ঘটনার দায় জামায়াতে ইসলামী গ্রহণ করবে না।বিবৃতিতে বলা হয়, সেদিনের অনভিপ্রেত ঘটনার দায় কেবলমাত্র সেখানে উপস্থিত দায়ী ব্যক্তিদের ওপরই বর্তায়। বিশেষ করে আকাশ চৌধুরী নামে আমাদের সংগঠনের একজন কর্মী ঊর্ধ্বতন সংগঠনের অনুমতি ব্যতিরেকে সেখানে গিয়ে যে কর্মকান্ডে লিপ্ত হয়েছে, তা চরম নিন্দনীয়। জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে দেশব্যাপী পরিচিত। তাই কোনো অবস্থাতেই এ ধরনের অসভ্য ও হীন কার্যকলাপকে প্রশ্রয় দেওয়া হবে না।
উল্লেখ্য, গত বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর জামালখান এলাকায় গণতান্ত্রিক ছাত্র জোটের একটি কর্মসূচিতে হঠাৎ করে হামলার ঘটনা ঘটে। ‘শাহবাগবিরোধী ঐক্য’র ব্যানারে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে ছাত্র জোট। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, হামলার পর প্রেসক্লাবের পাশে একটি ভবনের নিচে আশ্রয় নেওয়া কয়েকজন ছাত্র-ছাত্রীকে এক ব্যক্তি পুলিশের উপস্থিতি উপেক্ষা করে পেছন থেকে লাথি মারেন। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি প্রথমে একজন নারীকে পেছন থেকে লাথি দেন, পরে ঘুরে আরেকজন নারীকে লাথি মারেন।
ওই ব্যক্তিকে (আকাশ চৌধুরী) শিবির কর্মী হিসাবে চিহ্নিত করেছিল অনেকে। তবে ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশ চৌধুরী বর্তমানে সংগঠনের কোনো দায়িত্বশীল পদে নেই এবং এই ঘটনার সঙ্গে শিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই।