প্রয়াত রম্যসাহিত্যিক ও চট্টগ্রাম লেডিস ক্লাবের প্রাক্তন সভানেত্রী জিনাত আজমের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে প্রকাশিত নারীকণ্ঠ’র সাসজী তিক বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন ও নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা ২৫ অক্টোবর অনুষ্ঠিত হয়।
নারীকণ্ঠ’র প্রধান সম্পাদক তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সম্পাদক ও প্রকাশক শাহরিয়ার ফারজানার উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন নারীকণ্ঠ’র জীবন সদস্য মাসুমা আকতার রুহিয়া, নূরুননেসা ও সদস্য জুবাইদা আশরাফ। সাহিত্য আড্ডায় স্বরচিত লেখা পাঠে অংশগ্রহণ করেন নারীকণ্ঠ পত্রিকার উপদেষ্টা ও সদস্য সাহানা আকতার বীথি, আখতারী ইসলাম, রোকসানা বন্যা, জান্নাতুল ফেরদৌস, ডালিয়া নাহার, শামীমা ফাতেমা মুন্নী প্রমুখ। বিজ্ঞপ্তি











