বাংলার চলচ্চিত্রের অকাল-প্রয়াত মহানায়ক এস এম আসলাম তালুকদার মান্না-এর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা করে চট্টগ্রামে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মান্না ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয়। ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের আগ্রাবাদ জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মান্না ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি মুহাম্মদ এনামুল হক মিঠু, সাধারণ সম্পাদক রাকিব হোসাইন, সহসভাপতি মোঃ জামাল হোসেন, সংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হক হিরু সহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাক্সক্ষীরা অংশ নেন। দোয়া মাহফিলে বক্তারা বাংলা চলচ্চিত্রে মান্নার অসামান্য অবদানের কথা স্মরণ করেন এবং তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। মিলাদ ও দোয়া শেষে প্রয়াত এই কিংবদন্তির আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জনপ্রিয় এই চিত্রনায়ক। তার স্মরণে মান্না ফাউন্ডেশন প্রতি বছরই বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে। বিজ্ঞপ্তি