বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বপ্নের প্রকল্পই ছিল পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নৌকার আদলে ওই স্টেডিয়ামটি হওয়ার কথা ছিল বিসিবির অর্থায়নেই। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর এখন সেটি হবে কি না, এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্টেডিয়াম করার বাস্তবতা এখন নেই। নৌকার আদলে করলেও সেটি ভেঙে নাম, নকশা বদলে দিতেই হবে। বিসিবি সংশ্লিষ্টরা বলছেন, ২০৩১ সালে বাংলাদেশে হওয়ার কথা রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য ভেন্যু বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া আছে আইসিসিকে। বৃহস্পতিবার বোর্ড সভায় শেখ হাসিনা স্টেডিয়ামের ভবিষ্যৎ চূড়ান্ত হতে পারে।