নামাজ শেষে বাড়ি ফেরা হলো না শিশু তানভীরের

1

মিরসরাই প্রতিনিধি

দাদার সাথে বাড়ির অদূরে মাগরিবের নামাজ আদায় করতে যায় শিশু তানভীর হোসেন। ৪ বছর বয়সী ওই শিশু নামাজ শেষে বাড়ি ফেরার পথে গাড়ি চাপায় ঘটনাস্থলে নিহত হয়। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে নির্বাক দেলোয়ার হোসেন দম্পত্তি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মঘাদিয়া বদিউল্লাহ পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের বদিউল্লাহ পাড়া গ্রামের নুর হোসেন মেম্বার বাড়ীর দেলোয়ার হোসেনের পুত্র। বৃহস্পতিবার রাত ১১ টায় জানাযা শেষে শিশু তানভীরের দাফন সম্পন্ন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দাদার সাথে বাড়ীর অদূরে মসজিদে মাগরিবের নামাজ পড়তে যায় শিশু তানভীর।নামাজ শেষে দাদা আগে বাড়ী ফিরলে পেছন পেছন শিশু তানভীর রাস্তা পার হওয়ার সময় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাজে নিয়োজিত একটি চায়না কোম্পানির গাড়ি তাকে চাপা দেয়। গাড়ি চাপায় মূমূর্ষু তানভীরকে উদ্ধার করে মিরসরাই উপজেলা সদরের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে দ্রুত গাড়ি চলাচলের কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে, ঝরছে প্রাণ।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নিউটন দাশ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। শিশুটি রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান। গাড়ি ও চালক পুলিশ হেফাজতে রয়েছে