নাপিতখালী বিট দিয়ে রাতের আঁধারে চলছে কাঠ পাচার!

2

ঈদগাঁও প্রতিনিধি

রাত হলেই তৎপর হয়ে ওঠে কাঠখেকোরা। শুরু হয় অবাধে কাঠ পাচার। আর এ কাজে ব্যবহার করা হচ্ছে অবৈধ ডাম্পার গাড়ি। স্থানীয় নুরুল হকের ডাম্পার যোগে ভিলেজারপাড়া থেকে নাপিতখালী বিট দিয়ে রাতের আঁধারে টাকার বিনিময়ে পাচার হচ্ছে ফরেস্ট রিজার্ভের গাছ। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে নুরুল হক সিন্ডিকেট বন উজাড় করে মূল্যবান কাঠ পাচারের সঙ্গে সম্পৃক্ত। প্রশাসনকে ম্যানেজ করে তারা এ অপকর্ম করে যাচ্ছে। জানা যায়, নুরুল হক স্থানীয় খলিলুর রহমানের পুত্র। তার বিরুদ্ধে একাধিক পাহাড় কাটার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তর। দীর্ঘদিন ধরে ঐ প্রতিবেদন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার অফিসে মোটা অংকের টাকা দিয়ে আটকে রাখা হয়েছে।
জানা গেছে, কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের নাপিতখালী ফরেস্ট রিজার্ভের বন থেকে দিনের বেলায় বনখেকোরা এই সব গাছ কেটে পাহাড়ের ভিতরে নির্দিষ্ট জায়গায় লুকিয়ে রাখে।সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে গাছগুলো প্রকারভেদে অবৈধ ডাম্পার ট্রাকে বোঝাই করা হয়। পরে তা বন কর্মকর্তাকে ম্যানেজ করে গভীর রাতে সময় সুযোগ বুঝে পাচার করা হয়। এ সুযোগে বন উজাড করে সাবাড় করে দিচ্ছে বনখেকোরা।
গত মঙ্গলবার বিকেলে পাচারকৃত প্রায় ২০টির অধিক গর্জন গাছ উপজেলার ফরাজিপাড়া স’’মিল থেকে উদ্ধার করা হয়েছে বলে স্বীকার করেছেন নাপিতখালী বিট কর্মকর্তা জুয়েল চৌধুরী। তিনি জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান।
স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে ঈদগাঁও উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বনবিটে সামাজিক বনায়নের গাছ, বিভিন্ন ফলজ ও বনজ বাগান ও পাহাড়ি মাটি পাচার হচ্ছে বিভিন্ন স্থানে। এছাড়া স্বল্পমূল্যে ছোট-মাঝারি বিভিন্ন প্রকারের গাছ কেটে রাতের আঁধারে ইটভাটাসহ বিভিন্ন স্থানে পাচার করছে নুরুল হক। তার কথায় চলে নাপিতখালী বিট। সে এখন অঘোষিত মিয়া।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, প্রতিদিন রাতের আঁধারে কাঠ চোরাই সিন্ডিকেট নাপিতখালী বিট কর্মকর্তা জুয়েল চৌধুরীকে ম্যানেজ করে বনের কাঠ পাচার করছে। এর মধ্যে রয়েছে গর্জন, সামাজিক বনায়নের কাঠ ও বন বিভাগের কাঠ। বনবিভাগের লোকেরাই বনখেকোদের কাছ থেকে মোটা অর্থ নিয়ে কাঠ পাচারে সাহায্য করছে।
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান বলেন, টাকার বিনিময়ে অবৈধ কাঠ পাচারের সঙ্গে কোন বন কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।