নানক-তাজুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

1

পূর্বদেশ ডেস্ক

সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও মেয়ে এস আমরীন রাখীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। নিষেধাজ্ঞা এসেছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এবিএম তাজুল ইসলামের দেশত্যাগেও। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, কমিশনের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ জাহাঙ্গীর কবির নানক ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, নানক ও তার পরিবার দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারা পালিয়ে গেলে মামলার কার্যক্রম ব্যাহত হতে পারে। তাজুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন সংস্থার সহকারী পরিচালক হাবিবুর রহমান। তিনি আবেদনে বলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাজুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। বিচারিক প্রক্রিয়া এড়াতে তার যেকোনো সময় দেশত্যাগের আশঙ্কা রয়েছে।
গত ১৫ জানুয়ারি টেলিকম কোম্পানির মাধ্যমে ২৬০ কোটি টাকা পাচারের অভিযোগে জাহাঙ্গীর কবির নানক ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় নানকের স্ত্রী আরজুমান ও মেয়ে আমরীন রাখীকেও আসামি করা হয়। খবর বিডিনিউজের
মামলার এজাহারে বলা হয়, আরজুমান বানু ও আমরীন রাখী এক সময় রাতুল টেলিকম লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালকের দায়িত্বে ছিলেন। ওই সময় তারা প্রায় ২৬০ টাকা পাচার করেছেন। এতে নিজের প্রভাব খাটিয়ে সহযোগিতা করেছেন নানক।