নাথ কল্যাণ সমিতি বোয়ালখালী উপজেলা শাখার সাথে শাকপুরা ইউনিয়নের মধ্যম শাকপুরা নাথ সমিতির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা গত ৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে নাথপাড়াস্থ বুড়াকালী মন্দিরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মিলন দেবনাথ। উজ্জল দেবনাথ এর গীতা পাঠ ও খোকন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় নাথ কল্যাণ সমিতির লক্ষ্য-উদ্দেশ্য ও ভবিষৎ পরিকল্পনা বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন, নাথ কল্যাণ সমিতি বোয়ালখালী উপজেলার সভাপতি শিক্ষক বাদল চন্দ্র নাথ, সিনিয়র সহ-সভাপতি শিক্ষক মীন নাথ, সাধারণ সম্পাদক সাংবাদিক বিকাশ নাথ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধন নাথ, চন্দ্র নাথ, মিলন কান্তি নাথ, পাঁচকড়ি নাথ, ডা. মিলন কান্তি নাথ, অশোক দেবনাথ, আনন্দ দেবনাথ, সনজিৎ দেবনাথ, রাহুল দেবনাথ, কাঞ্চন দেবনাথ, জনি দেবনাথ, ব্রাহ্মণ নান্টু দেবনাথ, মিন্টু দেবনাথ, প্রিয়তোষ দেবনাথ, নির্মল দেবনাথ, অভিজিৎ দেবনাথ, জুয়েল দেবনাথ, তপন দেবনাথ, ঝন্টু দেবনাথ প্রমুখ। বিজ্ঞপ্তি