গত ৩ জানুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত নাট্যকার চৌধুরী জহুরুল হক স্মরণ সন্ধ্যায় নাট্যপত্রিকা ‘নাট্যমঞ্চ’-এর দশম সংখ্যার মোড়ক উন্মোচন হয়। মোড়ক উন্মোচন করেন স্মরণ সন্ধ্যায় উপস্থিত অতিথি সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, নাট্যকার চৌধুরী জহুরুল হক সম্মাননা ২০২৫ প্রাপ্ত নাট্যব্যক্তিত্ব শিশির দত্ত ও অলক ঘোষ, নাট্যকার চৌধুরী জহুরুল হক স্মারক বক্তৃতা ২০২৫ প্রদানকারী কবি হাফিজ রশিদ খান, আলোচক নাট্যব্যক্তিত্ব অধ্যাপক সনজীব বড়ুয়া, আলোচক নাট্যজন সুশান্ত মিত্র, নাট্যজন নাজমা আলী নিপা এবং নাট্যমঞ্চ সম্পাদক জাহেদুল আলম । প্রতি বছর ৩ জানুয়ারি নাট্যমঞ্চ পরিবার আয়োজন করে ‘নাট্যকার চৌধুরী জহুরুল হক স্মরণসন্ধ্যা’। এই অনুষ্ঠানেই প্রতিবছর নাটকের কাগজ ‘নাট্যমঞ্চ’ এর নতুন সংখ্যার মোড়ক উন্মোচন হয়। বিজ্ঞপ্তি