নাট্যদল নাট্যাধারের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে গত বৃহস্পতিবার। ওইদিন সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ বড়ুয়া অনি মহড়া ভবনে মহড়া কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দলের পুরাতন ও নতুন সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। দলটির প্রশাসনিক কর্মকর্তা ও নাট্য নির্দেশক মোস্তফা কামাল যাত্রার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যজন বাহাউদ্দিন মিরান।
অনুষ্ঠানে দলের পুরাতন ও নতুন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার মর্তুজা আলী, জামাল হোসাইন মন্জু, দেবাশিস রুদ্র, আসিফ উদ্দি শুভ, মো. কাউসার মজুমদার, মায়েচিং মারমা, রোমানা রশিদ, জিসাদ জোহান, স্বস্তিকা দাশ প্রান্তি, নাদিরা সুলতানা হেলেন, মো. নজরুল ইসলাম তুহিন, জসীম উদ্দিন আহমেদ, সুপ্রিয়া চৌধুরী, দীদার মোর্শেদ, আতিকুল ইসলাম আতিক, মো. হারুন বাবু, মো. আবুল হাশেম খান, আশিক আরেফিন, আজিজ বাবু, মুজিবুর রহমান সজিব, শারমিন সুলতানা রাশা, মোহাম্মদ আলী প্রমুখ।
দলটি গঠনের ইতিহাস বর্ণনা করতে গিয়ে মোস্তফা কামাল যাত্রা বলেন, ‘সৃষ্টি হোক সচেতন মানুষ’-এই ¯েøাগানকে সামনে রেখে চট্টগ্রামের নাট্য আন্দোলনে যুক্ত নবীন ও প্রবীণ বেশকিছু নাট্যকর্মী-নাট্যজনের সমন্বয়ে ২০০৬ সালে যাত্রা করেছিল ‘নাট্যাধার’। দলীয় প্রথম প্রযোজনা হিজড়া জনগোষ্ঠীর যাপিত জীবন যন্ত্রণার নাট্যায়ন ‘শিখন্ডী কথা’ নাটকের মঞ্চায়নের মধ্য দিয়ে ২০০৭ সালের ৩০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছিল ‘নাট্যাধার’।
বিগত একযুগে ‘নাট্যাধার’ একাধিক নাটকের প্রায় আড়াই শতাধিক প্রদর্শনী সম্পন্ন করেছে। নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘শিখন্ডী কথা’, ‘জাল’ ‘স্মৃতি-৭১’, ‘হিড়িম্বা’, ‘বীরাঙ্গনা স্বাক্ষাৎকার’, ‘ভগা কাইন’, ‘কাল বোধন’, ‘মাস্টারদা’, ‘ফুলজান’, উন্মাদ সাক্ষাৎকার’ ‘ইউএসটিসি বধ্যভূমি’ ‘৩২ ধানমন্ডি এবং…’ যাত্রাপালা ‘বাংলার মহানায়ক’ ইত্যাদি। বিজ্ঞপ্তি