এই সময়ের নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল। পাশাপাশি যুক্ত আছেন নির্মাণের সঙ্গেও। ‘মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস’ নামের একটি প্রতিযোগিতার বিচারক হিসেবেও কাজ করেছেন তিনি। তার লেখা আলোচিত নাটকের মধ্যে একটি ‘স্বামী বন্ধক’। এবার নাটকটির জন্য পুরস্কৃত হয়েছেন তিনি। স¤প্রতি টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) অ্যাওয়ার্ড-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সেখানে শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার পান রুবেল। দর্শক নন্দিত ও নির্বাচকদের বিচারে শ্রেষ্ঠ গল্প হওয়ায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়। এ বিষয়ে রুবেল বলেন, আমরা যারা নাটক লিখি কিংবা নির্মাণ করি, সবারই স্বপ্ন থাকে। সেই স্বপ্নের রথযাত্রা আরও শাণিত হয় যখন তার ফলস্বরূপ স্বীকৃতি পাওয়া যায়। এই পুরস্কার পরবর্তী কর্মের পাথেয় হিসেবে কাজ করবে। প্রসঙ্গত, ‘স্বামী বন্ধক’ নাটকটি নির্মাণ করেন পলাশ মণি দাস। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান। আরও অভিনয় করেছেন মানসী প্রকৃতি, তারিক স্বপন, তাবাসসুম মিথিলা, হাসিমুন, ফরিদ হোসাইন প্রমুখ।