নাজিরহাট কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদ্যাপিত

1

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীর নাজিরহাট কলেজের উদ্যেগে বার্ষিক পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদ্যাপিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে এ উপলক্ষে ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক আখতার আলমের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যাপক নুরুল ইসলাম ও অধ্যাপক সৈয়দা উম্মে হালিমার যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জহির উদ্দিন ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম।
আলোচনায় আরও অংশগ্রহণ করেন অধ্যাপক গোলাম কিবরিয়া, অধ্যাপক আবুল ফয়েজ মো. মোস্তফা, অধ্যাপক শিরিন আকতার ও অধ্যাপক নাছির উদ্দীন আহামদ চৌধুরী। কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন মো. সুজায়েত আলী চৌধুরী।
মাহ্ফিলে আযান ও ইক্বামত, ইসলামী সঙ্গীত ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। মাহ্ফিলে দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের মুখ্য আলোচক ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মাওলানা মুফতি মুহাম্মদ দেলাওয়ার হোসেন।