নাজিরহাটে সুপার ফাইটার্স ক্রিকেটে চ্যাম্পিয়ন সাওথ রাউজান ওয়ারিয়র্স

1

ফটিকছড়ি প্রতিনিধি

ভাষা শহীদের স্মৃতি স্মরণে ফটিকছড়ির নাজিরহাট সুপার ফাইটার্স এর উদ্যোগে দিবা-রাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (২৮ ফেব্রæয়ারী) নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সাওথ রাউজান ওয়ারিয়র্স। দলটি নাজিরহাট পূর্ব পাড়া ক্রিকেট একাদশকে হারিয়ে এ চ্যাম্পিয়ান হবার গৌরভ অর্জন করে। খেলা শেষে পুরস্কার তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক, বিশিষ্টি শিল্পপতি ও দানবীর আলহাজ্ব সরওয়ার আলমগীর।
উদ্বোধক ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা সিনিয়র সহ সভাপতি, নাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ি ও বিএনপি নেতা এম সিরাজদৌল্লা চৌধুরী দুলাল। নাজিরহাট আদর্শ ব্যবসায়ি সমিতির সভাপতি আলহাজ্ব নাছির উদ্দীনের সভাপতিত্বে ও বিএনপি নেতা হাসানুল কবিরের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন মোহাম্মদ কামাল। বিশেষ অতিথি ছিলেন, মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দীন শাহীন, মহিন উদ্দিন আজম তালুকদার, আবু তাহের, শিক্ষক মো. আলমগীর, মো. হাসান, শহীদুল ইসলাম শহিদ, গাজী আমান উল্লাহ, মো. এরশাদ, আরফাত তোষার, ইসমাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন মো. জাহেদ, মো. সুরাইম, মো. রায়হান, মো. মিরাজ, মো. আরফাত, মো. সোহান প্রমুখ।