ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ এনাম স্মৃতি সংসদের উদ্যোগে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় ও ৩য় খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৩ডিসেম্বর বিকেলে ৩য় খেলায় কাটিরহাট স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে ধর্মপুর এফসি ফুটবল ক্লাব জয়ী হয়। খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাবেক আহবায়ক নুরুল হুদা চৌধুরী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিঞা মোশাররফ আনোয়ার চৌধুরী মশু। টুর্নামেন্ট’র আহবায়ক আলহাজ্ব নাছির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও বিএনপি নেতা হাসানুল কবির এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর আলম, আরফাত তুষার, মোজাহারুল ইকবাল লাভলু, আরমান উদ্দিন কালু, মোজাম্মেল হক অভি প্রমূখ ।
এর আগের দিন ২২ডিসেম্বর দ্বিতীয় খেলায় বখতপুর আদর্শ তরুণ সংঘকে ১-০ গোলে হারিয়ে ভুজপুর মাইজপাড়া খেলোয়াড় সমিতি জয়ী হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন। বিএনপি নেতা সিরাজদৌল্লা চৌধুরী দুলালের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন ডা. খায়রুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন হাসানুল কবির। আমান উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা নাছির উদ্দীন চৌধুরী, নাজিম উদ্দীন বাচু, আবু সুফিয়ান, হাফেজ মো. ইসমাইল প্রমুখ।