ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় বায়তুল ইরফান মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠান গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। নাজিরহাট ঝংকার মোড়ের জারিয়া টাওয়ারে মাদ্রাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহাম্মদ নেজাম মোরশেদ চৌধুরী। মাদ্রাসার শুভ উদ্বোধন ও সবক প্রদান করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাটহাজারী আল আকসা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম চৌধুরী, পিপি এডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনুস, অধ্যাপক খোরশেদুল আলম এনাম, এডভোকেট মুহাম্মদ ইসমাইল গণি, আবুল বশর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা মোহাম্মদ শহিদুল্লাহ, জারিয়া টাওয়ারের সত্ত¡াধিকারী মাহবুবুল আলম, বায়েজিদ হাসান মুরাদ, মোস্তফা সরওয়ার কামাল, দস্তগীর মুহাম্মদ জিয়াউল হক, সফিউল আলম, আমান উল্লাহ। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার প্রিন্সিপাল এস এম মুস্তাফা আমিন মানিক।