স্পোর্টস ডেস্ক
দুটি চারদিনের ম্যাচ শেষে সোমবার শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যার শুরুটা হলো হতাশায়। সোমবার প্রথম ম্যাচে পাকিস্তান শাহীনসের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। আগে ব্যাটিং করে তাওহীদ হৃদয়ের দল ১৮৩ রান সংগ্রহ করে। জবাবে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে শাহীনস। আগামী বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে।
ইসলামাবাদ ক্লাব ক্রিকেট মাঠে নাঈম শেখ (৬) ও সৌম্য সরকার (৯), তাওহীদ (১৩), জাকের আলী (৫), মোসাদ্দেক হোসেন (১) ও শেখ মেহেদী হাসান (১৩) দ্রæত বিদায় নিলে নয় নম্বরে খেলা রিশাদের ৪০ রানের ইনিংস মান রক্ষা করেছে। দলের সর্বোচ্চ ৫৮ রান করে আউট হন সাইফ।
পাকিস্তান শাহীনসের বোলারদের মধ্যে মোহাম্মদ আব্বাস আফ্রিদি একাই নেন পাঁচটি উইকেট। ১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় শাহীনস।