নাঈম ঘূর্ণিতে বড় জয় ইস্ট জোনের

60

বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক টেস্টেই চমক দেখিয়েছিলেন চট্টগ্রামের ছেলে স্পিনার নাঈম হাসান। এবার বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) আরেক চমকে দলের বড় জয় এনে দেন ১৮ বছর বয়সি এই তরুণ ক্রিকেটার। তার বোলিংয়ে ভর করে একদিন হাতে রেখেই সেন্ট্রাল জোনের বিপক্ষে ৩২১ রানের বড় জয় তুলে নিয়েছে ইষ্ট জোন।
বুধবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ইস্ট জোনের বিপক্ষে ৪৫৫ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে সেন্ট্রাল জোন। তবে এই ইনিংসে ইস্ট জোনের নাঈমের বোলিং তোপে পড়ে ১৩৪ রানেই গুটিয়ে যায় সেন্ট্রাল জোন। নাঈম একাই তুলে নেন ৮টি উইকেট।
দুই মাস আগে জাতীয় দলের হয়ে অভিষেক টেস্টে রেকর্ড গড়ার পর এবার প্রথম শ্রেণির ক্রিকেটে তুলে নিলেন ৮ উইকেট। এর আগেও অক্টোবরে ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) চট্টগ্রামের হয়ে চতুর্থ রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে ৮ উইকেট তুলে নিয়েছিলেন নাঈম। সেটিই এতোদিন তার ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস ছিল। তবে সেবার ৮ উইকেট নিতে ১০৬ রান খরচ করতে হয়েছিল তাকে। এবার মাত্র ৪৭ রান খরচায় ৮ উইকেট তুলে নিয়েছেন নাঈম। তাতেই নিজেকে ছাড়িয়ে গেছেন তিনি। আর বিসিএলের শেষ রাউন্ডে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন দুই ইনিংসে ১০ উইকেট নেয়া তরুণ এই স্পিনার। এর আগে ২৪ ডিসেম্বর টস জিতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪২৫ রান তোলে ইষ্ট জোন। জবাবে নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২২৪ রান তোলে সেন্ট্রাল জোন।
এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে অধিনায়ক মুমিনুল হক ও ইয়াসির আলীর মারমুখি ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে ২৫৪ রানে তুলেই ইনিংস ঘোষণা করে ইষ্ট জোন। ব্যক্তিগত ১০০ রানে অধিনায়ক মুমিনুল হক আউট হলেও ১০১ রানে অপরাজিত থাকেন ইয়াসির।
জবাবে ব্যাট করতে নেমে নাঈমের বোলিং তোপে ১৩৪ রানেই গুটিয়ে যায় সেন্ট্রাল জোন। নাঈমের আট উইকেট ছাড়াও বাকি দুটি উইকেট নেন আবু জায়েদ।