বান্দরবান প্রতিনিধি
………………….
নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন গত ১ জুন সকালে পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এ বাজেটে ইজারা বাবদ আয়, জন্মনিবন্ধন ফি,লাইসেন্স পারমিট ফি, সরকারি অনুদানসহ বিভিন্ন খাদ থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা। অপর দিকে উন্নয়ন খাতে ব্যয় (এনজিও/এডিপি), বকেয়া বিদ্যুৎ ও টেলিফোন বিল,উন্নয়ন এলজিএসপি-৩, ভ্রমনভাতা ও ট্যাক্স আদায় কমিশন ২০%, কর্মচারিদের বেতন বকেয়া, জন্ম-মৃত্যু নিবন্ধন ফি, আইসিটিসহ নানা খাদে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। এ উন্মুক্ত বাজেট অধিবেশন চেয়ারম্যান নুরুল আবছার ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সচিব মো. ছৈয়দ আলমের সঞ্চালনায় বাজেট অধিবেশনে সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ বাজেট পেশ করেন চেয়ারম্যান নুরুল আবছার ইমন। করোনাকালে ক্ষুদ্র পরিসরে আয়োজিত এ বাজেট অধিবেশনে ছিলেন প্যানেল চেয়ারম্যান মো. ইউসুফ, মহিলা সদস্য রাশেদা বেগম, রহিমা বেগম, লায়লা বেগম, পুরুষ সদস্য আরেফ উল্লাহ, ফরিদ আহাম্মদ, ফয়েজ আহাম্মদ, ছাবের আহাম্মদ, আব্দুর রহমান আলী হোসেন শামশুল আলম, ছালা অং চাক প্রমুখ। উল্লেখ্য, উক্ত বাজেট নির্ধারণের প্রস্তাব সভায় উপস্থিত সর্বসম্মতিতে গৃহীত ও অনুমোদিত হয়।