নাইক্ষ্যংছড়িতে আগ্নেয়াস্ত্রসহ ৪ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

15

পূর্বদেশ অনলাইন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গহীন অরণ্যে অভিযান চালিয়ে চার রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ সময় তাদের থেকে দেশি-বিদেশি আটটি অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (৭ জানুয়ারি) ভোরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালায় র‌্যাব। এ সময় চার সন্ত্রাসী ও মাটিতে পুঁতে রাখা আটটি অস্ত্র উদ্ধার করমে সক্ষম হয় তারা।
তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান। তিনি বলেন, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযানে যায় র‌্যাব। এ সময় চার সন্ত্রাসীকে আটক করা হয়। পরে সেই অরণ্যে মাটিতে পুঁতে রাখা দুটি বিদেশি পিস্তল ও দেশে তৈরি ছয়টি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।