নাইক্ষ্যংছড়ি খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

1

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে কোন খেলার মাঠ নেই। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের দাবি ছিল খেলার মাঠের জন্য জায়গা বরাদ্দ পাওয়া। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন এখনো কোন উদ্যোগ নেয়নি।এমন পরিস্থিতিতে স্বোচ্চার হয়ে উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। শনিবার খেলার মাঠের জন্য মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসারের মুহাম্মদ মাজহারুল ইসলামের কাছে দাবীদাওয়া তুলে ধরেন আন্দোলনকারীরা।
এদিকে মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বৃহৎ এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে খেলার মাঠ না থাকায় তারা বিনোদন ও খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিক্ষোভের মাধ্যমে তাদের দাবী দাওয়া উপজেলা প্রশাসনের কাছে তুলে ধরা হয়েছে। দ্রæত খেলার মাঠ পাওয়ার আহবান জানায় তারা। এর আগে বিছামারা প্রতিষ্ঠান থেকে ছাত্র-ছাত্রীরা প্রায় দুই কিলোমিটার পথ মিছিল সহকারে পাড়ি দিয়ে তাদের দাবী দাওয়া তুলে ধরেন ইউএনওর কাছে।