নয়াহাটে অবস্থান কর্মসূচি পালন

1

আওয়ামী লীগের দেশবিরোধী চক্রান্ত ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাউজান উপজেলাধীন বাগোয়ান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি গত ১৫ আগস্ট পালন করা হয়। নয়াহাটে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জেলা যুবদল নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন, রাউজান উপজেলা যুবদলের সদস্য হাসান মুরাদ, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুল শুক্কুর, বাগোয়ান ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইলিয়াস তালুকদার, খোরশেদ আলম, যুবদল নেতা সেলিম উদ্দিন, মোহাম্মদ আবু, মো. ওমর ফারুক, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ রনি প্রমুখ।
সভায় যুবদল নেতা সেলিম বলেন, রাউজানের প্রতিটি ওয়ার্ড, পাড়া মহল্লায় আওয়ামী সন্ত্রাসীদের কার্যকলাপ মনিটরিং করতে হবে। তারা যাতে কোনোভাবে রাউজানকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য প্রত্যেক নেতাকর্মীকে সজাগ ও সোচ্চার থাকা এবং হিন্দু, বৌদ্ধদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, উপসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশ মেনে চলার আহবান জানান তিনি। বিজ্ঞপ্তি