নয়ন নাথ নিরব স্মৃতি একাডেমী কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

2

এস এস ক্রিকেট একাডেমী কর্তৃক আয়োজিত নয়ন নাথ নিরব স্মৃতি ওডিআই ক্রিকেট টুর্নামেন্ট এর ১ম ম্যাচে সিএস স্পোর্টস একাডেমীর ৯২ রানের জয়। সিএস ২১৬/১০(৩৭)তানজিদ ৭০ রান ও সাজিদ মাহামুদ ৪৫ রান করে। সাইফুল ও ইব্রাহিম ৩টি করে উইকেট নেয়।
পাচলাইশ ১২৪/১০(৩১.৪)মারুফ আল ইসলাম ২৮ রান ও নাজিম এবং সাইফুল করেন ২৪ রান করে। আব্দুল নূর ৩টি ও সাব্বির এবং তানজিল ২ টি করে উইকেট নেন। ম্যান অফ দ্যা ম্যাচ বিজয়ী দলের তানজিদ।
তার হাতে পুরস্কার তুলে দেন ঢাকা কোয়ালিফায়ার এস এস ক্লাবের সহ সভাপতি ওয়াহিদুর রহমান বাবুল।