ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, ইয়া নবী সালাম আলাইকা, সাবসে আওলা ও আ’লা হামারা নবী, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, দে পাল তুলে দে সহ অসংখ্য নাতের ধ্বনিতে মুখরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস।
৯ সেপ্টেম্বর গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে হযরত মুহাম্মদ (সা.)-এর শান ও ছাত্র-জনতার জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে নবী বন্দনা ও ইসলামি সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিকেল ৫ টা থেকে শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত।
প্রায় ১ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে মেতে ওঠে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ। এর আগে বিকেল সাড়ে চারটায় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জুলুস যাত্রা অনুষ্ঠিত হয়। এতে শত শত নবী প্রেমিকরা অংশ নেন। জুলুসটি বিজ্ঞান অনুষদের মসজিদ থেকে শুরু হয়ে শহীদ মিনার-কাটা পাহাড় রাস্তা হয়ে জিরো পয়েন্টে এসে শেষ। মিলাদ ও মোনাজাতের মাধ্যমে পর্বটির পরিসমাপ্তি ঘটে।
নবী বন্দনা ও ইসলামি সংগীত সন্ধ্যায় নাত ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন দেশবরেণ্য সব শায়েরবৃন্দ। এই সময় পরিবেশনায় ছিলেন প্রখ্যাত শায়ের মাওলানা জয়নুল আবেদীন কাদেরী, তারেক রেযা, নূরুল মোস্তফা, মাসুম রেযা, আসরার তানজিম, মহিউদ্দিন তানভীর, নূর সাজ্জাদ, নূরশেদ রেযা, আরিফুল ইসলাম ও শেখ ত্বহা।
গাউসিয়া কমিটি চবি শাখার আয়োজকরা জানান, এখন হযরত মুহাম্মদ (সা.)-এর ঈদে মিলাদুন্নাবীর মাস রবিউল আওয়াল চলমান রয়েছে। রাসুলের শানে ও আমাদের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ভাইদের স্মরণে এ আয়োজন করেছি।
আমরা চাই অপসংস্কৃতির চর্চা থেকে বেরিয়ে এসে যেন শিক্ষার্থীরা নবী রাসুল ও ইসলামি সংগীত চর্চায় অভ্যস্ত হয়। বিজ্ঞপ্তি