মহান আল্লাহ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ পাঠিয়েছেন। মুহাম্মদ (সা.) মানব জাতির জন্য এক অনুকরণীয় আদর্শ। পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সুমহান জীবনাদর্শ অনুকরণ-অনুসরণের মাঝে মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। নবীজি দুনিয়ায় ও আখিরাতে মুক্তির জন্য যে পথ প্রদর্শন করে গেছেন, তা অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব। মহানবীর আদর্শকে জীবনে প্রতিষ্ঠা করাই প্রত্যেক মুসলমানের প্রধান কাজ, নবীজির আদর্শই আগামীর বাংলাদেশের ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার নিদর্শন হবে ইনশাআল্লাহ। গত ২ নভেম্বর বাদ মাগরিব থেকে ৩৫ নং বক্সিরহাট সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে চাক্তাইয়ের ভাঙ্গাপুল চত্ত¡রে এক সীরাতুন্নবী মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর, সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী উপরোক্ত বক্তব্য রাখেন। বিশিষ্ট সমাজসেবক ও বক্সিরহাট সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সাঈয়েদ মোহাম্মদ আলীর সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান আলোচকের আলোচনা রাখেন কুমিল্লা জামেয়া দারুল হুদা কমপ্লেক্স এর পরিচালক মাওলানা মোল্লা নাজিম উদ্দিন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন পতেঙ্গা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যাপক মাহমুদুল হাসান, বিশিষ্ট আলোচক মাওলানা ইমরানুল হক সাইয়্যেদ, মাওলানা কুতুবউদ্দিন, মাওলানা নাঈম উদ্দিন। এতে আরো বক্তব্য রাখেন কোতোয়ালী থানা জামায়াতের আমীর আমির হোসাইন, থানা সেক্রেটারি মোসাক আহমদ, থানা সহকারী সেক্রেটারি আ.ন.ম জুবায়ের প্রমুখ। বিজ্ঞপ্তি