নদভীসহ তিন আসামি তিন দিনের রিমান্ডে

1

নিজস্ব প্রতিবেদক

গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সেখানে হামলার অভিযোগে দায়ের হওয়া এক মামলায় আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল রবিবার বিকেলে চট্টগ্রামের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা পুলিশের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। গ্রেপ্তার হওয়ার পর এর আগে নদভীকে বিভিন্ন মামলায় তিন দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
মহানগর আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান,গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নগরীর নিউমার্কেট এলাকায় হামলা, ককটেল নিক্ষেপ, এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি মামলার ৯ নম্বর আসামি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। ওই মামলায় তাকেসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য দশদিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত নদভীসহ এজাহারভুক্ত তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর দুই আসামি হলেন শামসুল আলম ভ‚ঁইয়া ও সেলিম রহমান। এছাড়া তদন্তে পাওয়া আসামি হিসেবে চারজনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এরা হলেন মনজুর আলম, নাজিম উদ্দিন, জানে আলম ও টিপু নন্দী।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকা থেকে সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে গ্রেপ্তার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় তাকে একদিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। গত ১২ জানুয়ারি পুলিশের করা আবেদনের শুনানি শেষে আদালত তাকে সাতকানিয়া ও লোহাগাড়া থানার আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। দুদকের মামলায় তার দেশত্যাগে নিষেধাজ্ঞাও রয়েছে। তিনি ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।