নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয়

5

পূর্বদেশ ডেস্ক

কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক পটপরিবর্তনের পরে নতুন সরকারের নির্দেশনার জন্য অপেক্ষা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একাধিক সূত্র জানায়, নতুন সরকার গঠনের পরে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবে মন্ত্রণালয়।
এ বিষয়ে মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এ মুহূর্তে আমরা নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় আছি। খবর বাংলা ট্রিবিউনের।
আরেক কূটনীতিক বলেন, পরিবর্তিত পরিস্থিতির কারণে নতুন সরকারের নির্দেশনা আসার পরে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো। তিনি বলেন, বাংলাদেশের একটি পরিপক্ব পররাষ্ট্রনীতি আছে। সেটির আলোকে আমরা আমাদের করণীয় ঠিক করবো।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। সংবাদ মাধ্যমের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সর্বশেষ আন্দোলনকারীরা সরকার পতনের ডাক দিলে গতকাল সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান।