নতুন রাজনৈতিক দল ‘জনতার দল’ এর আত্মপ্রকাশ

2

সাবেক সেনা কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক নেতা, সাবেক আমলা, এনজিওকর্মীদের নিয়ে গড়া নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করল ‘জনতার দল’। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটি আত্মপ্রকাশ করেছে। দলটির স্লোগান হলো ‘ইনসাফ জিন্দাবাদ’। খবর একটি অনলাইন বার্তা সংস্থার
অনুষ্ঠানে জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল বলেন, ‘দেশের আপামর জনতার জন্য এই দলে যোগ দেয়ার সুযোগ রয়েছে। মধ্যমপন্থি হিসেবে বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণ করেই জনগণের প্রতিনিধিত্ব করবে এই দল। সর্বোপরি এই দলের সবকিছু হলে একমাত্র বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য। এখানে কোনো দুর্নীতিবাজ, অসৎ মানুষের ঠাই হবে না। দলীয় কার্যক্রমের বাইরে কখনো কেউ দুর্নীতি বা অসৎ উপায় অবলম্বন করলে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করা হবে।’
বিকাল সাড়ে তিনটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। এরপর জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহতদের সম্মাননা জানানো হয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিরা, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট জনেরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য দেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ, সাবেক সংসদ সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, সাবেক রাজনীতিবিদ আজম খান, মেজর জেনারেল (অব.) ফজল ইবনে শারেখুজ্জামান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, মেজর জেনারেল (অব.) ইসমাইল ফারুক চৌধুরী, সাবেক ছাত্রনেতা মাস্তুক হাসান জয় প্রমুখ।