নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি

2

পূর্বদেশ ডেস্ক

২৮ ফেব্রুয়ারি বিকাল ৪টায় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এ ঘোষণা দেন তিনি। খবর বাংলা ট্রিবিউনের।
সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবি হচ্ছে একটি শক্তিশালী রাজনৈতিক দল। সবচেয়ে বড় অনুধাবনটি হচ্ছে ৫ আগস্ট নতুন বাংলাদেশের যে স্বপ্নগুলো দেখেছি, এই জুলাই স্পিরিটকে সামনে রেখে নতুন বাংলাদেশ যে জায়গায় কল্পনা করেছি, তা একটা দীর্ঘ লড়াই। হাজারো শহীদের জীবনের ওপরে, অর্থাৎ লাখো ভাইবোনের রক্তের ওপর দাঁড়িয়ে যে বাংলাদেশ, আগামী প্রজন্মকে সেই বাংলাদেশ উপহার দেওয়া আমাদের কাছে একটি আমানত। সেই লড়াইকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
তিনি বলেন, বিগত বছরগুলোতে যুগের পর যুগ ধরে স্বৈরাচারের উৎপাদন ক্ষেত্র বানিয়ে রাখা হয়েছিল। তাই আমরা সেই সংসদকে সামনে রেখে আগামীর বাংলাদেশে নতুন যে রাজনৈতিক দল হতে যাচ্ছে, সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। আমরা এই শপথ নিয়ে একটি কথাই বলতে চাই, হাজারও রক্তাক্ত লাশের ওপরে যে নতুন বাংলাদেশ এসেছে, সেই বাংলাদেশে আমরা যে নতুন রাজনৈতিক দল গড়তে যাচ্ছি, এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের পরিবর্তে বাংলাদেশের মানুষের স্বার্থ ও বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে।
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ১৫ দিন ধরে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক একটি জনমত জরিপ ক্যাম্পেইন করেছে। সেখানে দেশের সর্বস্তরের প্রায় ২ লাখ মানুষ অংশগ্রহণ করেছেন। সব পেশার মানুষের মতামতের বহিঃপ্রকাশ আমরা এই জরিপের মাধ্যমে দেখতে পেয়েছি। নতুন রাজনৈতিক দলের কাছে মানুষের প্রত্যাশা ও রাজনৈতিক দলের নাম সম্পর্কেও মানুষ মতামত ব্যক্ত করেছেন।
আখতার বলেন, রাজনৈতিক দলের কাছে মানুষের প্রত্যাশা হচ্ছে, দখলদারত্ব ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে গিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এছাড়া রাজনৈতিক দলের নামের ক্ষেত্রেও বিপ্লবী পার্টি, নাগরিক শক্তিসহ একাধিক নাম প্রস্তাব করেছেন জনগণ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রেখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। উপস্থিত ছিলেন অনেক নেতাকর্মী।