হাটহাজারী প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও হাটহাজারীর নাজিরহাট কলেজ এডহক কমিটির সভাপতি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, বৈষম্যমুক্ত সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ প্রক্রিয়ায় তোমাদেরকে দেশপ্রেমিক আলোকিত নাগরিক হিসেবে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে হবে। নতুন বাংলাদেশ গঠনে তোমাদের এগিয়ে আসতে হবে। শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের কার্যকর আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে একটি কলেজের সার্বিক উৎকর্ষ সাধন সম্ভব। এই ব্যাপারে তিনি এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। গত রবিবার বিপুল উৎসাহ-উদ্দীপনায় কলেজে জাতীয় বৃক্ষরোপণ সপ্তাহ, কলেজের দিঘীতে মৎস্যপোনা অবমুক্তকরণ, নিরাপত্তারক্ষী কক্ষ ও মসজিদের স¤প্রসারিত অংশের উদ্বোধন, অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দীন সিদ্দিকীর (শাহীন) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য অধ্যাপক (অব.) মোহাম্মদ শাহাবুদ্দীন, এসএম ফারুক হোসেন, অধ্যাপক এস এম কাওছার, অধ্যাপক নাছির উদ্দীন আহামদ চৌধুরী, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ কাজী সাইফুল ইসলাম টুটুল, অধ্যাপক অনোমদর্শী বড়ুয়া, অধ্যাপক মো. গোলাম কিবরিয়া এবং অধ্যাপক তপন কুমার নাথ প্রমুখ।
কলেজের অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্য, অধ্যাপক ফওজিয়া সুলতানা ও প্রভাষক মোসফেকা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে শিক্ষার্থী অনন্যা ইবনাত চৌধুরী এবং বক্তব্য রাখে শিক্ষার্থী আরমান উদ্দীন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে তাসপিয়া নুজহাত ও রুয়াদা আলম মীম। কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন মো. সুজায়েত আলী চৌধুরী। অনুষ্ঠানে জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানে শহিদদের মাগফেরাত ও বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মো. দেলাওয়ার হোসেন। সবশেষে অধ্যাপক রোজী মজুমদারের নির্দেশনায় ও প্রভাষক জান্নাতুল ফেরদৌসের উপস্থাপনায় শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।