নতুন উদীয়মান রেফারি সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটির পরিচালনায় নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আগামী ১৯ মার্চ সকাল ১০টায় সিজেকেএস কনফারেন্স রুমে শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ও অ্যাসোসিয়েশনের সভাপতি আ জ ম নাছির উদ্দিন। কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে অসোসিয়েশনের আজীবন, নির্বাহী, ও সাধারণ সদস্যদের বিশেষ অর্জনের জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ হতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ২২ জন ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান করা হবে। অনুষ্ঠানে সকল প্রশিক্ষণার্থী, অ্যাসোসিয়েশনের সকল নিয়মিত রেফারিবৃন্দ, আজীবন সদস্যসহ সকল সাধারণ সদস্যদের উপস্থিত থাকার জন্য অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন, উপকমিটির সম্পাদক হাজী তৈয়ব আলী ও চেয়ারম্যান মশিউল আলম স্বপন অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি