মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনায় আগ্রাবাদের উত্তর মুহুরী পাড়াস্থ আল-জাবের ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল শনিবার সকাল ১১টায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’-বিষয়ক মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইনস্টিটিউটের অধ্যক্ষ দীন মোহাম্মদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষিকা নার্গিস বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের কর্মকর্তা মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি, সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি সাহেদ মুরাদ সাকু, সাধারণ সম্পাদক কাজী রাজেশ ইমরান, মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আবদুল করিম, আল-জাবের ইনস্টিটিউট পরিচালনা পরিষদের সদস্য মোঃ তাজ উদ্দিন তাজু ও সদস্য মোঃ ইস্কান্দর মির্জা। বক্তব্য রাখেন আল-জাবের ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোঃ খায়ের আহমদ, সহকারী প্রধান শিক্ষক মোঃ মাঈন উদ্দিন ও বালিকা শাখার ইনচার্জ শিক্ষিকা শাহনাজ বেগম। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন গ্রূপে বিভক্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ ও বীর মুক্তিযোদ্ধার সন্তানদেরকে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ বিষয়ে ৪১টি প্রশ্ন তুলে ধরলে তারা পর্যায়ক্রমে সকল প্রশ্নের উত্তর দেন এবং জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের দৃশ্যমান উন্নয়নের বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদেরকে অবগত করেন। সাক্ষাৎকার অনুষ্ঠানে আল-জাবের ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষিকা ও ৭ম শ্রেণির ২৫২ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি