রুনা খান প্রতিনিয়ত চমকে দেন। হঠাৎ উপস্থিত হয়ে চমকে দেন। কিছুদিন আগে ৩৯ কেজি ওজন কমিয়ে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী রুনা খান। এরপর স¤প্রতি মেকআপ ছাড়া ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা ছড়িয়ে দিলেন। কিন্তু সেই আলোচনাকে ছাপিয়ে গেল তার নতুন পরিচ্ছদের লুক। একটি ফটোশুটে অংশ নিয়েচ্ছিলেন রুনা খান। সেখানে সাদা রঙের নতুন পরিচ্ছদে ধরা দিলেন রুনা খান। রুনা খান ব্রালেটে দুই ধরনের ছবির সঙ্গে পড়েছেন সাদা রঙের গাউন। নতুন এই পরিচ্ছদ নতুন আলোচনার তৈরি করেছে। অনেকেই রুনা খানের অভিনবত্ব ও নতুন লুককে সমর্থন জানাচ্ছেন, অনেকেই করছেন প্রশংসা। কেউ কেউ আবার কটাক্ষের তীরে বিদ্ধ করার চেষ্টা করছেন অভিনেত্রীকে। তবে এসবকে একেবারে গায়েই মাখছেন না সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী। নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন, আগুন লাগিয়ে দিলেন। তার এই বাক্যের ওপর আবার অনেকেই কথা বলছেন। তবে রুনা খানের শ্বেত শুভ্র লুকের ইতিবাচক কথাই পাওয়া যাচ্ছে। ওজন কমিয়ে এই অভিনেত্রী নিজেকে সবদিকে, সবভাবেই প্রকাশ করতে পারছেন। স্বাভাবিকভাবে বলাই যায় ওজন কমানোটা রুনা খানের জন্য আশির্বাদ ছিল।