নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের মহিলা শাখা

3

নতুন ঠিকানায় উদ্বোধন হলো ন্যাশনাল ব্যাংক লিমিটেডের মহিলা শাখা। গত সোমবার মহিলা শাখা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ। এ সময় ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখার ব্যবস্থাপক ও এসইভিপি মো আব্দুর রহিম, মহিলা শাখার ব্যবস্থাপক, শাখার কর্মকর্তা-কর্মচারী, স্বনামধন্য ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন ঠিকানাতে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর মহিলা শাখায় গ্রাহকের প্রতি সেবার মান ও পরিধি আরও বৃদ্ধি পাবে বলে আমন্ত্রিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি