নতুন চ্যালেঞ্জস নিয়ে আসছেন সারিকা

2

দেশের বনোদন অঙ্গনের পরিচিত মুখ সারিকা সাবরিন। একসময় কাজ নিয়ে দারুণ ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। তবে মাঝে একেবারেই কাজ করেননি তিনি। বিরতি কাটিয়ে অভিনয়ে আগের মত নিয়মিত না হলেও বেছে বেছে ভালো কাজ করতে চান জানিয়েছেন অভিনেত্রী। ওটিটিতেও নাম লেখিয়েছেন তিনি। সারিকার ওয়েব ফিল্ম ‘মায়া’ মুক্তি পাবে সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায়। ওয়েব ফিল্মটির প্রচারণাতে ব্যস্ত অভিনেত্রী।
রায়হান রাফীর পরিচালিত ওয়েব ফিল্ম ‘মায়া’। এতে সারিকার সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। নারীর জীবনের সংগ্রামের গল্প এবং স্বামীর অবর্তমানে নারীদের যেসব সমস্যার মুখোমুখি হতে হয় তা নিয়েই এই ওয়েব ফিল্ম। ‘মায়া’য় নাম ভূমিকায় অভিনয় করেছেন সারিকা। ওয়েব ফিল্মটিত অভিনয় করা প্রসঙ্গে সারিকা বলেন, প্রথমে বলবো গল্পটা অনেক সুন্দর। আর মায়া চরিত্রটাও চ্যালেঞ্জিং। আর বলতেই হবে নির্মাতা রায়হান রাফী। আমার ইচ্ছা ছিল তার সঙ্গে কাজ করার। যখন কাজের প্রস্তাবটা আসলো আমি আর দ্বিতীয়বার চিন্তা করিনি।
ওয়েব ফিল্মটির প্রসঙ্গ টেনে অভিনেত্রী আরো বলেন, আমাদের মায়া ওয়েব ফিল্মটিতে কিছু বার্তা দেয়া হয়েছে। যেটা এই প্রজন্মের জন্য প্রয়োজনীয়। কেবল এই প্রজন্ম নয় আমরা বার্তা গুলো দিয়েছি সব প্রজন্মের কথা ভেবেই। কিছু ভালো ম্যাসেজ আছে।
সারিকা বলেন, আমরা এই গল্পের মধ্যে দিয়ে যেটা বোঝাতে চেয়েছি সেটা জানতে পুরো ওয়েব ফিল্মটা দেখতে হবে। কিছু ভুলের জন্য আমাদের জীবনে যে ভয়াবহ প্রভাব পড়ে সেটা সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। প্রসঙ্গত, ইমন ও সারিকা সর্বশেষ এ দুজন ২০১৭ সালে একটি বিজ্ঞাপনে একসঙ্গে মডেল হিসেবে কাজ করেছিলেন। এরপর দুজন দুজনের মত ব্যস্ত হয়ে গেলেও একসঙ্গে আর কোনো কাজ করেননি। সাত বছর পর ‘মায়া’ কেন্দ্র করে একসঙ্গে দেখা যাবে তাদের।