নতুন ইনিয়েস্তা পেলো বার্সেলোনা

38

আন্দ্রেস ইনিয়েস্তা ক্যাম্প ন্যু ছেড়েছেন এক বছর হয়ে গেলো। কিন্তু এখনো কাতালান কিংবদন্তির অভাব পূরণ করতে পারেনি বার্সেলোনা। অবশ্য সেই পথে সামান্য আলো দেখতে পাচ্ছে লা লিগা চ্যাম্পিয়নরা। নতুন ইনিয়েস্তার খোঁজ পেয়েছে বার্সা। গত দল-বদলের মৌসুমে লাস পালমাস থেকে পাঁচ মিলিয়ন ইউরোর বিনিময়ে পেদ্রি নামের এক কিশোরের সঙ্গে চুক্তি করেছে বার্সেলোনা। এই অ্যাটাকিং মিডফিল্ডারই ‘ইনিয়েস্তা’ হয়ে উঠবেন বলে আশাবাদী ক্লাবটি। তবে ক্যানিরিয়ান ক্লাবটির দাবি, সবকিছু ঠিকঠাক থাকলে পেদ্রির মূল ২০ মিলিয়ন ইউরোও উঠতে পারে।
টিনেজার হলেও পেদ্রি ইতোমধ্যে স্পেনের দ্বিতীয় সারির লিগের ক্লাব (সেগুন্দা ডিভিশন) লাস পালমাসের হয়ে মূল দলেও খেলেছেন। পেদ্রির মধ্যে ইনিয়েস্তাকে খুঁজে পাওয়ার কারণ দু’জনের খেলার কৌশল। পেদ্রির মধ্যে রয়েছে ইনিয়েস্তার মতো তীক্ষèভাবে ম্যাচ বুঝে ফেলার দক্ষতা, কৌশল, বলের ওপর নিয়ন্ত্রণ, পাস, মধ্যকর্ষণ ব্যবহার করে বল নিয়ে এগিয়ে যাওয়া ও আক্রমণের সাদৃশ্য। এছাড়া স্পেনের উঠতি তারকার মধ্যে রয়েছে তার পূর্বসুরী ইনিয়েস্তার মতো গোল করার দারুণ ক্ষমতা।