নগর ফেডারেশনের পতেঙ্গা থানার ইউনিট দায়িত্বশীল কর্মশালা

1

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য সাহসী ও আপোষহীন নেতৃত্বের বিকল্প নেই। অপশক্তি ও মালিকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে যে নেতৃত্ব শ্রমিকদের সার্বক্ষণিক পাশে থাকবে সাধারণ শ্রমিকরা তাকে নেতা হিসাবে গ্রহণ করবে। গত ১৬ মে নগর ফেডারেশনের পতেঙ্গা থানার ইউনিট দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা সভাপতিত মো. মঈন উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নগর সহ-সভাপতি মো. নাজির হোসেন। আরও বক্তব্য দেন থানা সহ-সভাপতি এ কে এম শাহাবুদ্দিন। বিজ্ঞপ্তি