নগর পরিষ্কারের দায়িত্ব নিল ‘ক্লিন বাংলাদেশ’

6

নিজস্ব প্রতিবেদক

‘ছাত্র-জনতার অর্জিত দেশ, গড়বো মোরা ক্লিন বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছাত্র সমাজকে সাথে নিয়ে ‘ক্লিন বাংলাদেশ’ টিম নগরীর বিভিন্ন এলাকা পরিষ্কারের কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল বুধবার নগরীর বিভিন্ন এলাকায় তাদের পরিষ্কার করতে দেখা যায়।
দুপুর ১২টায় বহদ্দারহাট এলাকায় গিয়ে দেখা গেছে, বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে কাঁধে ব্যাগ রেখে ঝাড়– হাতে মূল সড়ক পরিষ্কার করছে। পাশাপাশি সড়কের পাশে ফেলা ময়লা-আবর্জনা বড় পলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। এ কাজ করে তারা চট্টগ্রাম শহরের পাশাপাশি পুরো দেশকে পরিচ্ছন্ন ও সুন্দর দেশ উপহার দিতে চান বলে জানান।
শিক্ষার্থী তাহমিনা বলেন, ‘সড়ক পরিষ্কারের জন্য কেউ আমাদেরকে বলেনি। দেশটা যেমন আমাদের, সড়কও আমাদের। তাই এটা পরিষ্কার রাখা মানে আমার শহরকে পরিষ্কার রাখা এবং আমার দেশের মানুষগুলোকে ভাল রাখা। তাই আমরা পরিষ্কারের দায়িত্বটা হাতে নিয়েছি। প্রতিদিন আমাদের সাথে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দিচ্ছেন। এ কাজ করে আমরা মানসিকভাবে তৃপ্তি পাচ্ছি।’
ক্লিন বাংলাদেশ টিমের সমন্বয়ক শওকত হোসেন জনি পূর্বদেশকে বলেন, ‘নগরীর বিভিন্ন স্থানের শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় কর্মস‚চি বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মস‚চির প্রথম ধাপ হিসেবে বুধবার বহদ্দারহাট এলাকায় শহর পরিষ্কার সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি মানবিক বিভিন্ন কর্মস‚চি পালনের উদ্যোগ নিয়েছি। যা পর্যায়ক্রমে সম্পন্ন করবো। বৃহস্পতিবার সকাল ৭ টা হতে রাহাত্তারপুলে শহর পরিষ্কার কর্মসূচি সম্পন্ন করা হবে। সকল শিক্ষার্থীদেরকে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা ক্রমান্বয়ে বৃক্ষরোপণ কর্মসূচি দুর্নীতি এবং অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে কাজ করার উদ্যোগ নিয়েছি। সুন্দর একটি দেশ উপহার দিতে সকলকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।