নগরে লেগুনাভর্তি গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার

1

নিজস্ব প্রতিবেদক

নগরীর পাহাড়তলীর সাগরিকা স্টেডিয়াম এলাকায় লেগুনাভর্তি ১০ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. রবিউর রহমান (৩২)। গতকাল রবিবার সকাল সোয়া নয়টার দিকে সাগরিকা স্টেডিয়ামসংলগ্ন সেবাখোলা আশ্রমের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত লেগুনা পিকআপও জব্দ করা হয়েছে।
সিএমপির পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ জানান, রবিবার সকালে একটি লেগুনা পিকআপে করে অবৈধ গাঁজার চালান পাচার করা হচ্ছিল। গোপন সূত্রে এ তথ্য পেয়ে সাগরিকা স্টেডিয়ামসংলগ্ন সেবাখোলা আশ্রমের সামনে থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় ও ১০ কেজি অবৈধ গাঁজাসহ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তার বিররুদ্ধে পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।